ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২ সেপ্টেম্বর ২০২০  
কিশোরগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সাদেক হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। তার কাগজপত্রে বাবার নাম মোহাম্মদ হোসাইন ও মায়ের মা লতিফা বলে উল্লেখ করেছেন।

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, সাদেক হোসেন ভুয়া জাতীয় পরিচয়পত্র করে কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন। সকালে তার সাক্ষাৎকার নেওয়ার সময় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জেরার মুখে পরলে নিজেকে রোহিঙ্গা নাগরিক হিসেবে পরিচয় দেন।

তিনি আরও জানান, পাসপোর্ট করতে কাগজপত্রে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে তার বাড়ি উল্লেখ করেছিলেন। এ ব্যাপারে নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামের এক ব্যক্তি তাকে সাহায্য করেছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

রুমন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়