ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনাইমুড়ীতে দুই বিদ্যালয়কে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২০
সোনাইমুড়ীতে দুই বিদ্যালয়কে অর্থদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি আইন ভাঙায় দুটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সত্তর হাজার অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রতিষ্ঠান দুটি তাদের একাডেমিক কার্যক্রম খোলা রাখা ও আবাসিক কার্যক্রম পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ দণ্ডাদেশ দেন।

এর মধ‌্যে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুল অ‌্যান্ড কলেজকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ‌্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনাভাইরাসের কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ দুটি প্রতিষ্ঠান সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের অ‌্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খবরের সত‌্যতা মেলে। এ কারণে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।

মাওলা সুজন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়