ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রৌমারীতে নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৩০, ৩ সেপ্টেম্বর ২০২০
রৌমারীতে নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো ভাইবোন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম।

নিহতরা হলো—  খন্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাত ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাত বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর মেয়ে ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি দিলওয়ার হাসান ইনাম জানান, হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ঐ বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এসময় দুইজন উঠে আসলেও ৩ ভাইবোন পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে।

বাদশাহ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়