ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা: আ.লীগ নেতাসহ আটক ৩

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:২৩, ৩ সেপ্টেম্বর ২০২০
ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা: আ.লীগ নেতাসহ আটক ৩

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনসহ (৫০) তিন জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) দুপুরে তাদেরকে আটক করে পুলিশ। আটক অপর ব্যক্তিরা হলেন- ফরিদপুর উপজেলার বৃলাহিড়িবাড়ী গ্রামের ওয়াজেদ আলী ও সাইদুর রহমান। 

জয়নাল আবেদীন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাসিন্দা।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বিএলবাড়ি-বেতুয়ান সড়কে মাইকে ঘোষণা দিয়ে বৃলাহিড়িবাড়ী ও বেতুয়ান গ্রামের লোকজন লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে পুলিশ তা প্রতিহত করে। সে সময় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও অপর ব্যক্তিরা পুলিশের কাজে বাধা প্রদান করেন। এমনকি তারা পরিদর্শক (তদন্ত) নাজমুল হককে লাঠি দিয়ে আঘাতও করেন। এছাড়াও এসআই ইব্রাহিম খলিল এবং এসআই সাজেদুর রহমানকেও লাঠির আঘাত করেন। 

এদিকে জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘ওই ঘটনার সময় দুই গ্রামের লোকজনের সংঘর্ষ ঠেকাতে আমি পুলিশকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছি। তারপরও বৃহস্পতিবার ভাঙ্গুড়া বাজারে এলে পুলিশ আমাকে আটক করে।’

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন, ‘পুলিশের ওপর লাঠি চার্জ ও সরকারি কাজে বাধা প্রদান করায় বৃহস্পতিবার জয়নাল আবেদীনসহ তিন ব্যক্তিকে আটক করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় কয়েকশ’ বিশৃংখল লোকের মধ্যেও পুলিশ জানমালের কোনো ক্ষতি হতে দেয়নি। কিন্তু আটক ব্যক্তিরা পুলিশের ওপর লাঠি চার্জ করে বসে। এ ব্যাপারে এসআই ইব্রাহিম খলিল বাদি হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।’

শাহীন রহমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়