ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৩২, ৪ সেপ্টেম্বর ২০২০
জামালপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু

জামালপুরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ সে্প্টেম্বর) দিবাগত রাতে মারা গেছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

মৃতদের একজন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫৯), অন্যজন পিডিবির ড্রাইভার কাইসার বাবুল (৫৮)। 

জেলঅ স্বাস্থ্য বিভাগ জানায়, ২৭ আগস্ট জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হন কাইসার বাবুল। ওই দিন থেকে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাইসার বাবুলের বাড়ি জামালপুর শহরের মুকন্দবাড়ী গ্রামে। 

জামালপুর থেকে ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষার পর পজেটিভ শনাক্ত হন শফিকুল ইসলাম শফি। পরে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালে হার্টঅ্যাটাক হলে অবস্থার অবনতির পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জামালপুর শহরের দেওয়ান পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। 

জামালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জেলা সিভিল সার্জন জানান, তাদের দুইজনকে নিয়ে জামালপুরে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩ জনে দাঁড়ালো।

সেলিম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়