ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

না`গঞ্জের বিস্ফোরণে মৃত ইমাম ও মুয়াজ্জিনের বাড়ি কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২০
না`গঞ্জের বিস্ফোরণে মৃত ইমাম ও মুয়াজ্জিনের বাড়ি কুমিল্লায়

নারায়ণগঞ্জের বিস্ফোরণে মৃত ইমাম, মুয়াজ্জিন ও মুয়াজ্জিনের ছেলে

নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে মারা যাওয়া ইমাম ও মুয়াজ্জিনের বাড়ি কুমিল্লায়।  নিজ নিজ গ্রামে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুটিয়াজুড়ি গ্রামের বাসিন্দা।  তার বাবা এ গ্রামেরই মৃত আব্দুস সোবহান।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. দেলোয়ার হোসেন জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।  এ বিস্ফোরণে তার বড় ছেলে জোনায়েদও মারা গেছেন।

মৃত এই ৩ জনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।  দুটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. দেলোয়ার হোসেন শুক্রবার  দিবাগত রাত আড়াইটায় ও তার ছেলে জোনায়েদ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করে। 

অপরদিকে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারি একই হাসপাতালের আইসিউতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মারা যান।

আজ রোববার নিহতদের নিজ নিজ গ্রামের গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

ইমরুল/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়