ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ২৬৮

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২০  
রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ২৬৮

রাজশাহী বিভাগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলায় তারা মারা যান। এ নিয়ে বিভাগে ২৬৮ জনের মৃত্যু হলো। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বিভাগে সর্বোচ্চ ১৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এছাড়াও রাজশাহী জেলায় ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনা জেলায় নয়জন মারা গেছেন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, শনিবার বিভাগে শনাক্ত হওয়া ৭০ জন করোনা রোগীর মধ্যে ৩০ জনের বাড়ি বগুড়ায়। এছাড়াও রাজশাহী জেলায় ১২ জন, নাটোরে একজন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনা জেলায় ২৪ জন শনাক্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৯১৩ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়াও রাজশাহী জেলায় ৪ হাজার ৬৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৮ জন, জয়পুরহাটে ৯৭৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৬ জন এবং পাবনা জেলায় ১ হাজার ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার বিভাগে সুস্থ হয়েছেন ১৫৯ জন করোনা রোগী। আর বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৮ জন। 


 

তানজিমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়