ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী আটক 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২০  
কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী আটক 

কিশোরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতির সময় মো. জনি মিয়া (২৬) ও মো. নবেল (২১) নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

এ সময় তাদের নিকট থেকে একটি চাকু ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মো. জনি মিয়া শহরের হারুয়া কলেজ রোডের সিরাজ মিয়ার ছেলে এবং মো. নবেল নগুয়া এতিমখানা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, গত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম টহল ডিউটি করার সময় তাদের আটক করে। তারা কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ছিনতাই এর প্রস্তুতি নিচ্ছিলেন।

এম শোভন খান আরও জানান, বেশ কিছুদিন যাবত অজ্ঞাতনামা ছিনতাইকারী শহরের বিভিন্ন এলাকার জনসাধারণের নিকট হতে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাই করে আসছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পর রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় দুইজনকে দাঁড়ানো দেখে র‌্যাবের গাড়ি থামালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করলে একটি চাকু ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুই ছিনতাইকারী শহরের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবত ছিনতাই করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

রুমন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়