ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরগুনার সাংবাদিক আব্দুল আলীম করোনায় মারা গেছেন

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ১০ সেপ্টেম্বর ২০২০  
বরগুনার সাংবাদিক আব্দুল আলীম করোনায় মারা গেছেন

বরগুনার প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে তার পারিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

গত ২৮ আগস্ট আব্দুল আলীম হিমু করোনা পজেটিভ হয়ে সস্ত্রীক বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত ৫ সেপ্টেম্বর সকালে এয়ার এম্বুলেন্সযোগে রাজধানী ঢাকার মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আব্দুল আলীম হিমু ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ৩৫ বছর বরগুনা (দক্ষিণ) জেলা প্রতিনিধি ছিলেন তিনি।  

তিনি সাতবার বরগুনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বরগুনা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছেন। 

 

রুদ্র/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়