ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২০
পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে 

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট 

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, ‘ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ৩৩ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডের ব্যাকারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাওয়ার সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

এর আগে, গত ৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগে। এতে পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়। 

মাহমুদুল হাসান /ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়