ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: পুলিশের করা মামলা সিআইডিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: পুলিশের করা মামলা সিআইডিতে হস্তান্তর

নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে সিআইডির তদন্তদল

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তাসহ সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে তদন্তকাজ শুরু করে। এ সময় তারা মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক মো. বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। আজ সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করব। তাদেরকে আইনের আওতায় আনা হবে। আগামী শনিবার আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তারা তদন্তকাজ পর্যবেক্ষণ করবেন। আমরা ঘটনার শুরু থেকে ছায়া তদন্ত করছি। এখন তদন্তের দায়িত্ব পেয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ উৎঘাটন ও দায়ীদের শনাক্ত করা আমাদের ব্রত।’

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়