ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২০
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীতে ‘বাংলা ঢং ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার’-এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার রায়পুরা উপজেলা সদর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে উপজেলা সহকারী

কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাংলা ঢং ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে প্রবেশ করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করা এবং খাবারে কেমিক্যাল ব্যবহারের দায়ে রেস্টুরেন্ট মালিক মোরশেদ মিয়াকে এক লাখ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, ‘অস্বাস্থকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ের রেস্টুরেন্ট মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

এইচ মাহমুদ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়