ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে কিডনি রোগের নকল ওষুধ জব্দ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৩, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:০২, ১১ সেপ্টেম্বর ২০২০
নোয়াখালীতে কিডনি রোগের নকল ওষুধ জব্দ

নোয়াখালী পৌরসভার আইয়ুবপুর গ্রামে অভিযান চালিয়ে কিডনির নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত অভিযোগে সালাহ উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটক ডা. সালাহ উদ্দিন মাহমুদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। সালাহ উদ্দিন মাহমুদ উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ড আইয়ুবপুর গ্রামে একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে কিডনি রোগেরসহ অন্তত ১৫-২০ লাখ টাকার বিভিন্ন নকল ওষুধ জব্দ করা হয়।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ওষুধ তৈরি ও বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ডা. সালাহ উদ্দিন মাহমুদকে আটক করা হয়। রাতেই ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে জেলা ড্রাগ সুপার কার্যালয়ের সহকারি পরিচালকের উপস্থিতিতে ওষুধগুলো ধ্বংস করা হয়।

মাওলা সুজন/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়