ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়ায় ফেরি বন্ধ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৩০, ১১ সেপ্টেম্বর ২০২০
শিমুলিয়ায় ফেরি বন্ধ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের ফেরি ঘাট সাময়িকভাবে বন্ধ থাকায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অধিক যানবাহনের চাপের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই মহাসড়কের মির্জাপুরের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের তীব্র চাপের সৃষ্টি হয়েছে। এসব পয়েন্টে ক্ষণে ক্ষণে যানজটের সৃষ্টি হচ্ছে। 

এদিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, গত কয়েকদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের ফেরিঘাট বন্ধ রয়েছে। একারণে ওই রুটের অনেক যানবাহন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। এতে করে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। 

পাশাপাশি মহাসড়কের মির্জাপুর থেকে গোড়াই অংশের বেশ কিছু স্থানে চার লেনের সংস্কার কাজ চলছে। তাছাড়া বৃষ্টির জন্য কিছু খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। এসব কারণে আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের কিছুটা চাপের সৃষ্টি হয়েছে।

শাহরিয়ার সিফাত/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়