ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে রিসোর্টে অর্গানিক পদ্ধতিতে মাল্টা-আনারস চাষে সফলতা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৮, ১১ সেপ্টেম্বর ২০২০
হবিগঞ্জে রিসোর্টে অর্গানিক পদ্ধতিতে মাল্টা-আনারস চাষে সফলতা

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পাহাড়ে দি-প্যালেস রিসোর্টে অর্গানিক পদ্ধতিতে মাল্টা ও আনারস চাষে সফলতা এসেছে। 

এ রিসোর্টের কৃষি কর্নারে প্রায় ৫০০টি বারি মাল্টা-১ গাছের চারা রোপণ করা হয়। রোপণের প্রায় ১৫ মাসেই গাছে গাছে ফুল ও ফল আসে। বর্তমানে মাল্টা পাকার উপযুক্ত হয়েছে। 

এছাড়া প্রায় পাঁচ হাজার গাছে আনারস আসতে শুরু করেছে। অর্গানিক পদ্ধতিতে মাল্টা ও আনারসের চাষে সফলতা পেয়েছে বলে জানিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাহুবল উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রণব মজুমদার এ তথ্য জানান।

প্রণব মজুমদার জানান, এসব ফল ছাড়া অন্যান্য ফল ও সবজি একই পদ্ধতিতে চাষ হচ্ছে রিসোর্টটিতে। বিষমুক্ত মাল্টা ও আনারস পর্যটকরা সাশ্রয়ী মূল‌্যে কিরতে পারবেন।

উল্লেখ্য, উপজেলার পুটিজুরী বাজার থেকে দুই কিলোমিটার অতিক্রম করে বৃন্দাবন চা-বাগানের পাশের রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে রিসোর্টে। এখানে রয়েছে নানা প্রজাতির ৩০ থেকে ৪০ হাজার গাছ।

মামুন চৌধুরী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়