ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হরিণের মাংসসহ আটক এক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১২ সেপ্টেম্বর ২০২০  
হরিণের মাংসসহ আটক এক

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ এক বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে। তিনি পৌর শহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদারকে (৪০) হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বকারী এসআই জাহাঙ্গীর হোসেন জানান, বাচ্চু হাওলাদার সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। তিনি দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিলেন। তাকে পুলিশ দীর্ঘদিন থেকে খুঁজছিলেন। অবশেষে তিনি ধরা পরেছেন।

টুটুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়