ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাবির ছাত্রী সুমাইয়ার ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান এলাকাবাসীর

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:১১, ১২ সেপ্টেম্বর ২০২০
ঢাবির ছাত্রী সুমাইয়ার ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান এলাকাবাসীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুনের ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে নাটোরে মানববন্ধন করেছে এলাকবাসী।

শনিবার শহরের বলাড়িপাড়া মহল্লায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, সেখানে এলাকাবাসী ছাড়াও অংশ নেন সুমাইয়ার মাসহ পরিবারের সদস‌্যরা।

মানববন্ধনে সুমাইয়ার মা নুজহাত সুলতানা বলেন, ‘আসামিরা প্রভাব খাটিয়ে সুমাইয়া হত্যার ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করছে। তাই সঠিক বিচার পেতে সুমাইয়ার পুনরায় ময়নাতদন্তের দাবি করছি।’ 

তিনি আরও জানান, গত বুধবার আদালতে প্রদত্ত ময়নাতদন্ত রিপোর্টে সুমাইয়ার মৃত্যু আত্নহত্যাজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে কারাগারে থাকা সুমাইয়ার শ্বশুর ও শাশুড়ি জামিনে মুক্তি পান। তবে এখনও সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন কারাগারে রয়েছেন।

গত ২২ জুন নাটোর সদর হাসপাতালে সুমাইয়ার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী মোস্তাকসহ শ্বশুরবাড়ির লোকজন। নাটোরের বাসিন্দা ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ নিয়ে সুমাইয়ার মা নুজহাত সুলতানা সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরিফুল/সাজেদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়