ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনাদিয়া চ্যানেলে স্পিড বোট ডুবিতে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:০৬, ১২ সেপ্টেম্বর ২০২০
সোনাদিয়া চ্যানেলে স্পিড বোট ডুবিতে একজনের মৃত্যু

কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে স্পিড বোট ডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের মহেশখালী দ্বীপের সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃত মফিজুর রহমান বাড়ি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। 

পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম জানান, দুপুর দেড়টায় কক্সবাজারের ৬নং ঘাট থেকে স্পিড বোডটি চারজন যাত্রী নিয়ে সোনাদিয়ার উদ্দেশে রওনা দেয়। এরপর বাঁকখালীর মোহনা পার হয়ে সোনাদিয়া চ্যানেলে প্রবেশ করতে একটি ডুবোচরে আটকে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় একজন যাত্রী সাঁতরিয়ে কুলে উঠলেও অন্য তিনজনকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনে। 

তিনি জানান, পরে মফিজুর রহমানের মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংছড়িস্থ বিজিবির রেশন ঠিকাদারের স্টোর কিপার ছিলেন। অপর দুইজনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়