ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৬০ হাজার টাকা লুট 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২০
পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৬০ হাজার টাকা লুট 

মানিকগঞ্জ শহরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক পরিবারকে জিম্মি করে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পূর্বদাশড়া এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় লুট করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এর সত্যতা নিশ্চিত করেন। 

বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে মুখে মাস্ক পরা দুইজন যুবক তার ঘরের ভিতর ঢুকে পড়ে। তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। সিভিল পোশাকের ওই দুই যুবকের একজনের হাতে দুটি হ্যান্ডকাপ ছিল। আধাঘণ্টা ধরে ঘরে তল্লাশি করার নামে একজন জিনিসপত্র তছনছ করে। তখন অন্যজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। পরে ধরে থানায় নিয়ে না যাওয়ার শর্তে নজরুল ইসলামের কাছে থাকা নগদ ৫০ হাজার লুটে নেয়। এছাড়াও নজরুল ইসলামের মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার সেন্ট করে নেয়। 

তিনি আরও জানান, তিনি ১ বছর ৫ মাস ধরে পূর্বদাশড়ায় বাসা ভাড়া করে স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বসবাস করছেন।  

ওসি আকবর আলী খান বলেন, টাকা লুটের বিষয়টি জানার পর পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ দ্রুত দোষীদের ধরতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

চন্দন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়