ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমনিরহাটে বাল্য বিয়ের দায়ে কাজির ৬ মাস কারাদণ্ড 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১৪ সেপ্টেম্বর ২০২০  
লালমনিরহাটে বাল্য বিয়ের দায়ে কাজির ৬ মাস কারাদণ্ড 

লালমনিরহাটের কালিগঞ্জে বাল্য বিয়ের দায়ে এক কাজিকে ৬ মাস কারাদণ্ড এবং বরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। ওই গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কওমি মাদ্রাসা পড়ুয়া এক ছেলের বিয়ের আয়োজন ছিল। 

রবিউল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘আজ রাতে গোপন সংবাদ পেয়ে উত্তর দলগ্রামে অভিযান চালানো হয়। বাল্য বিয়ের দায়ে কাজি আবু হানিফকে ৬ মাসের কারাদণ্ড এবং বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি জানান, উপজেলা প্রশাসন বাল্য বিয়ে প্রতিরোধে সব সময় তৎপর। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফারুক/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়