ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালে রোগীদের প্রতারণায় জড়িত ৮ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২০  
বরিশালে রোগীদের প্রতারণায় জড়িত ৮ দালাল আটক

বরিশালে সহজ-সরল রোগীদের মিথ‌্যা তথ‌্য দিয়ে প্রতারণার অভিযোগে অসাধু চিকিৎসকদের সঙ্গে চুক্তিবদ্ধ আটজন দালালকে আটক করা হয়েছে। এইসব দালালের বিরুদ্ধে গ্রাম থেকে চিকিৎসার জন‌্য শহরে আসা রোগীদের ফুসলিয়ে অসাধু ডাক্তারদের চেম্বারে নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 


গতকাল সোমবার নগরীর ডাক্তারপাড়া হিসেবে পরিচিত সদর রোডের বাটারগলি এলাকায় গোয়েন্দা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে রোগী ধরা এইসব দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আটককৃতরা হলো আলমগীর হোসেন, মাহবুব হাওলাদার, মো. মাসুম, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহীন মৃধা, জামাল হোসেন এবং আনোয়ার হোসেন-২।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।

তিনি জানান, অভিযুক্তরা সহজ-সরল রোগীদের বড় ডাক্তার দেখানো ও পরীক্ষার নামে প্রতারণার ফাঁদে ফেলে তাদের অর্থ হাতিয়ে নেন। তাদের একটি বড় চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তারা রোগীদের সঙ্গে এই প্রতারনা করে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আটজন দালালকে আটক করেন তারা। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। 


জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার। 

জে. খান স্বপন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়