ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান 

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনার পর অবৈধ সংযাগ বিছিন্ন করতে অভিযান শুরু করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় প্রায় ২০০ বাড়ির অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিমউদ্দিন, সহকারী পরিচালক ও পরিদর্শক রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা। 

উল্লেখ্য নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে সম্প্রতি দুর্ঘটনায় ৩১ জন নিহত হওয়ার ঘটনায় জেলার সর্বত্র অবৈধভাবে সংযাগ দেওয়া গ্যাস লাইন সংযাগ বিচ্ছিন্ন করার দাবি ওঠে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের সহায়তায় এসব অবৈধ সংযাগ দেওয়া হয় বল অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকশলী রবিউল ইসলাম বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বরতে অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হবে।’

রাকিব/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়