ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২০  
মানিকগঞ্জে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে পাইকারি বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জাগির ও ভাটবাউর আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে পেঁয়াজের বাজারদর স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়। হঠাৎ করেই নির্ধারিত বাজারদরের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে অসাধু কিছু পাইকারি ব্যবসায়ীরা। যার প্রভাবে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। খবর পেয়ে দুইটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সকল ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়। জনস্বার্থে আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ