ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় ঢাবি ছাত্রীকে মারধর

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় ঢাবি ছাত্রীকে মারধর

নেত্রকোনার কমলাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী কেয়া আক্তার কাকলীকে মারধর করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কেয়া আক্তার কাকলী বলেন, ‘আমাদের গরু প্রতিবেশীর ক্ষেতের ধান খাওয়ায় লালচাঁন ও আপেল নামে দুই ব‌্যক্তি গরুটিকে অমানবিক মারপিট করে। আমি ও আমার মা এ ঘটনার প্রতিবাদ করলে লালচাঁন ও আপেল আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে।’

স্থানীয় আবুল কাশেম বলেন, ‘গরু ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে কেয়াকে মারধর করার ঘটনায় কেয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন জানান, কেয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লালচাঁনকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

ওসি মাজহারুল করিম বলেন, ‘এ ঘটনায় আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

মিলন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়