ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেনীতে ৩ পেঁয়াজ মজুতদারকে জরিমানা

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২০
ফেনীতে ৩ পেঁয়াজ মজুতদারকে জরিমানা

ফেনীতে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে তিন মজুতদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, মূল্য তালিকায় পেঁয়াজের পাইকারি মূল্য আছে ৬৫ টাকা কিন্তু বিক্রয় রেজিস্ট্রার চেক করে দেখা যায় বিক্রি হয়েছে ৭০ টাকায়। 

মূল্য তালিকায় লিখিত মূল্য থেকে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ফেনী সদরের ইসলামপুর রোডে কামাল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং একই বাজারের আবু বক্কর সড়কে অবস্থিত ফওজিয়া এন্টারপ্রাইজকে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় পাঁচ হাজার টাকা ও ফেনী ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা মো. হারুনুর রশিদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা (এনএসআই) সাহেদ হোসেন চৌধুরী, আবদুল মান্নান, ঈসমাঈল উদ্দিন খাঁন প্রমুখ এবং শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহের নের্তৃত্বে একটি টিম।

সৌরভ পাটোয়ারী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়