ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুন্সীগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১৭ সেপ্টেম্বর ২০২০  
মুন্সীগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৬ সেপ্টম্বর) রাতে ভুয়া চিকিৎসক মো. শহিদুর রহমানকে (৪০) এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার।

দণ্ডপ্রাপ্ত শহিদুর রহমান সিরাজদিখান উপজেলার উত্তর আবির পাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল শহিদুর রহমানকে শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজার থেকে আটক করে।

তিনি জানান, শহিদুল চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে চেম্বার খুলে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিলেন।

রতন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়