ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নওগাঁ উপ-নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী 

নওগাঁ সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:২১, ১৭ সেপ্টেম্বর ২০২০
নওগাঁ উপ-নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী 

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, জাতীয় পার্টির কাজী গোলাম কবির এবং ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখার আলম এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল মনোনয়ন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী আক্টোবর মাসের ১৭ তারিখে ওই আসনে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। 

সাজু/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়