ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে চাকরি দেওয়ার নামে প্রতারণা: চক্রের প্রধান গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রামে চাকরি দেওয়ার নামে প্রতারণা: চক্রের প্রধান গ্রেপ্তার 

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে নগরীর চাঁদগাও এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর প্রতারিত অনেক যুবক চট্টগ্রামের ডিবি কার্যালয়ে এসে ইব্রাহিমের প্রতারণর নানা তথ‌্য-প্রমাণ তুলে ধরেন। 


বৃহষ্পতিবার বিকেলে নগরীর মনসুরাদের নগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পাকা দোকান এলাকার বাসিন্দা ইব্রাহিম নামের প্রতারক চক্রের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এই যুবক বিগত পাঁচ বছর ধরে নগরীর বিভিন্ন এলাকার বেকার যুবকদের টার্গেট করে বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এইচএসবিসি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিলো।’

‘বিভিন্ন চাকরি প্রত্যাশীদের ভুয়া ইন্টারভিউ কার্ড, ভুয়া নিয়োগপত্র দিয়ে সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই প্রতারক। এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন বেকার তরুণের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।’

নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে জানান, প্রতারক ইব্রাহিম নিজেকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ২০১৫ সাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলো। এখন পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলার সন্ধান পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তার সহযোগীদেরও গ্রেপ্তারের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইব্রাহীমের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল করিম/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়