ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোনামসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় ২০০ ট্রাক পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
সোনামসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় ২০০ ট্রাক পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দরের ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে প্রায় ২০০ ট্রাক এলসি করা পেঁয়াজ আটকে রয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ছাড় না দেওয়ায় দেশে ঢুকতে পারছে না পেঁয়াজের ট্রাকগুলো।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ‌্য জানান আমদানীকারকরা।

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, পূর্বের এলসিকৃত পেঁয়াজ দেওয়ার ব্যাপারে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে কথাবার্তা চলছে। অগ্রগতি হলে আজ-কালের মধ্যে আটকে পড়া পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেসবাহুল হক মেসবাহ জানান, গত সোমবারের (১৪ সেপ্টেম্বর) পর থেকে বন্দরে ভারতীয় পেঁয়াজের কোনো গাড়ি দেশে প্রবেশ করেনি। 

তিনি আরও জানান, মহদিপুর স্থলবন্দরে এলসি করা ২০০ ট্রাক পেঁয়াজ আটকে রয়েছে। দ্রুত ব‌্যবস্থা না নিলে পেঁয়াজ পচে যাবে। এতে চরম লোকসানের মুখে পড়বেন ব‌্যাবসায়ীরা।

এদিকে, জেলায় পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কমিটি তদারকিতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। তারা অভিযান চলমান রেখেছেন।

মিম্পা/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়