ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিমুলিয়া লঞ্চ-স্পিডবোট ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৮ সেপ্টেম্বর ২০২০  
শিমুলিয়া লঞ্চ-স্পিডবোট ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চ, স্পিডবোট ও ট্রলার ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঘাটে প্রচুর মানুষের সমাগম দেখা গেছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ থাকার কারণে উভয় ঘাটে সকাল থেকে ১৬টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে, সকাল থেকে পদ্মা নদী কিছুটা উত্তাল। প্রবল বাতাস বইছিলো। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

যাত্রীরা কাঁঠালবাড়ী থেকে লঞ্চ, ট্রলার বা স্পিডবোটে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। শিমুলিয়ায় এসে যানবাহন না পেয়ে পড়ছেন বিপাকে। ছোট ছোট বাহনে করে ফিরতে হচ্ছে ঢাকায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, শুক্রবার সকাল থেকে ঘাটে মানুষের ভিড় ছিলো। এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও চিার শতাধিক স্পিডবোট চলাচল করছে।

রতন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়