Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৬ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১১ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

পচন ধরেছে সীমান্তে আটকে থাকা পেঁয়াজে 

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২০
পচন ধরেছে সীমান্তে আটকে থাকা পেঁয়াজে 

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় গত ছয় দিনে পেঁয়াজের কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি। ১৫০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় লোডিং অবস্থায় ভারতের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে রয়েছে। এসব ট্রাকে থাকা পেঁয়াজে পচন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজারে পেঁয়াজের সংকট ও দাম ঊর্ধ্বমুখী হওয়ার অজুহাত দেখিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার।

এ বিষয়ে জানতে চাইলে আমদানিকারক শহীদুল ইসলাম শহিদ বলেন, ‘গত সোমবার থেকে হিলি বন্দরের বিপরীতে ভারতের হিলি সীমান্তে পেঁয়াজভর্তি ট্রাকগুলো আটকে থাকায় সেগুলো নষ্ট হতে শুরু করেছে। এরই মধ্যে অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তাছাড়া, শনিবার (১৯ সেপ্টেম্বর) ট্রাকগুলো দেশে ঢুকলেও অর্ধেকের বেশি পেঁয়াজ আর খাওয়ার উপযুক্ত থাকবে না। এতে প্রতি ট্রাকে ব্যবসায়ীদের ৫ থেকে ৬ লাখ টাকার লোকসান হবে।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে জানান, ভারত সরকারের ঘোষণার আগেই দেড় শতাধিক ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করা ছিল বন্দরের ব্যবসায়ীদের। রোববারের আগের এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো ছেড়ে দেবে বলে জানিয়েছেন ওপারের রপ্তানিকারকরা।

ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে আমদানিকারক বাবু বলেন, ‘বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। সে দেশের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

হিলি/মোসলেম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়