ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২০  
সাভারে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ‘নীলাচল’নামে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।  তবে এ দুর্ঘটনায় কেউ মারা যাননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, নীলাচল পরিবহনের বাসটি সকালে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসে।  ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।  এতে অন্তত ১৫ জন আহত হন।  খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটির একাংশ পানিতে ডুবে আছে।  পুলিশ র্যাকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।  তবে বাসের নিচে কারো আটকা পড়ার সম্ভাবনা নেই।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বাস খাদে পড়ে অল্প সংখ্যক যাত্রী আহত হলেও কারো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাব্বির/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়