ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরা-ঝিনাইদহ সড়কে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২৩:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২০
মাগুরা-ঝিনাইদহ সড়কে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাকাদা দরগাহ এলাকায় তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। 

পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে ঝিনাইদহগামী দুটি ও মাগুরাগামী একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি ট্রাক সড়কের ওপর উল্টে যায়। এতে পেয়ারা, লবণ ও সবজীবাহী তিন ট্রাকের মালপত্র সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে। 

এই প্রতিবেদন লেখার সময় রাত এগারোটা পর্যন্ত মাগুরা-ঝিনাইদহ সড়কে সবরকম যানবাহন চলালাচল বন্ধ রয়েছে। এতে রাস্তার দুই পাশে কয়েকশ’ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। 

মাগুরা সদর থানার ওসি জয়নুল আবেদিন বলেন, ‘আমরা উল্টে পড়া ট্রাক সরিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছি। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

মাগুরা সদর হাসপাতালর জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ জানান, আহত তিনজন আশঙ্কা মুক্ত। 
 

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়