ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:৩১, ২০ সেপ্টেম্বর ২০২০
আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা যমুনা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. ফারুক হোসেন জানান, গত তিন দিন যাবত উজানের বৃষ্টির পানিতে আরিচা যমুনা পয়েন্টের পানি বেড়েছে। এ পয়েন্টে  গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, ধরলা ও তিস্তা পয়েন্টের দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এ পয়েন্টে পানি বেড়েছে। মূলত উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পানি বেড়েছে। তবে এতে বন্যার কোন আশঙ্কা নেই বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়