ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সীমান্ত অপরাধ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২০
সীমান্ত অপরাধ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রশাসনকে সীমান্ত অপরাধ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, সীমান্তে যেসব সহিংসতার ঘটনা ঘটে তা সবই ভারতের অভ্যন্তরে।  বেআইনিভাবে ভারতে প্রবেশ করলে এসব দুর্ঘটনা ঘটে।  এসব বন্ধ করতে হলে আমাদেরকেই আগে ভালো হতে হবে।  তা না হলে এই সহিংসতা বৃদ্ধি পেতেই থাকবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ শাহজাহান হোসেন মণ্ডল। 

এছাড়া সভায় উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিজিবি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাজু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়