ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, সব জেলে জীবিত উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২০
কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, সব জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে দূর্যোগপূর্ণ আবহাওয়ার এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে সাগরে মাছ শিকারের জন্য ১৫ জন জেলে নিয়ে ট্রলারটি রওনা হয়।  বিকেলে লাবণী পয়েন্টে পৌঁছালে হঠাৎ দূর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে ট্রলারটি ডুবি যায়।

এরপর সাঁতার কেটে দুইজন জেলে উপকূলের কাছাকাছি এলে তাদের লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করে।  পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জেড স্ক্রি ও স্পিড বোট নিয়ে অভিযান চালিয়ে সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

রুবেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়