ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ত্রোপচার কমাতে কোম্পানিগঞ্জে ‘স্বাভাবিক প্রসব কার্যক্রম’ শুরু 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২১ সেপ্টেম্বর ২০২০  
অস্ত্রোপচার কমাতে কোম্পানিগঞ্জে ‘স্বাভাবিক প্রসব কার্যক্রম’ শুরু 

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে চব্বিশ ঘণ্টা ‘স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম’ চালু করা হয়েছে। মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি হয়। 

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম জহিরুল ইসলাম, সহকারী পরিচালক ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. মো.কামরুল হাসান।

এ সময় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘণ্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবার গুরুত্ব আরোপ করেন। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ান অপরেশনের হার কমবে বলে মত দেন বক্তারা এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

মাওলা সুজন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়