RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪২

সিলেটে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৪:১৮, ২২ সেপ্টেম্বর ২০২০
সিলেটে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে একদিনে আরও ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৮০ জন।

নতুন শনাক্তদের মধ্যে ৩৩ জন সিলেট জেলার, ৭ জন সুনামগঞ্জ জেলার, ৫ জন হবিগঞ্জ জেলার এবং ৩ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সোমবার (২১ সেপ্টেম্বর) ওসমানী মেডিক্যাল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওসমানী ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ আসে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী আজাদ জুয়েল বলেন, শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩০ জনের নমুনায় কোভিট-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২১১ জনের। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন মারা গেছেন।

নোমান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়