ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরাইলে পর্নোগ্রাফির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০  
সরাইলে পর্নোগ্রাফির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রবাসীর স্ত্রীর ছবি পর্নোগ্রাফি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গৃহবধূর পিতা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ রাসেল মিয়া-(২৭) ও বাধন মিয়া (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

মামলা ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের দেড় মাস পরই স্ত্রীকে রেখে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় চলে যান। সরাইল উপজেলার সদরের নিজসরাইল গ্রামের রুমেলদের বাড়িতে ভাড়া থাকতেন গৃহবধূ। প্রবাসী স্বামীর সঙ্গে প্রায়ই মোবাইল ফোনে অডিও এবং ভিডিও মাধ‌্যমে কথা বলতেন। স্বামীর ইচ্ছাই বিভিন্ন ধরনের ছবিও পাঠাতেন। 

তার বিকাশ নম্বরে স্বামী টাকা পাঠাতেন। নিজেই টাকা উত্তোলন করতেন। গত কয়েক মাস আগে গৃহবধূ অসুস্থ হওয়ায় স্বামীর অনুমতি নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রুমেল মিয়াকে দিয়ে বিকাশের টাকা উত্তোলন করেন। এভাবে বেশ কয়েকবার টাকা উত্তোলন করে মোবাইল ফোন সেটটি ফেরত দেয় রুমেল। সুযোগে বুঝে রুমেল মোবাইল সেট থেকে গৃহবধূর ব্যক্তিগত ছবিগুলো রেখে দেয়।

আনুমানিক ছয় মাস আগে রাসেল, বাঁধন, রুমেল ও আশিকসহ কয়েকজন গৃহবধূকে ফোন করে রুমেলের কাছে ওই গৃহবধূর ছবি থাকার বিষয়টি জানায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। স্বামী-স্ত্রীর ইজ্জত রক্ষার্থে গৃহবধূর স্বামী হুমকিদাতাদের সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দেয়। এর পরেও ওই যুবকরা গৃহবধূকে ফোন করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন এবং আরও টাকা না দিলে ওই ছবিগুলো ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে আশিক মিয়া গৃহবধূকে কুপ্রস্তাব দেয়।

সম্প্রতি তারা গৃহবধূর মোবাইল ফোন থেকে নেয়া ব্যক্তিগত ছবিগুলো এডিট করে রুমেলের ছবির সঙ্গে যুক্ত করে ফেসবুকে ছেড়ে দেয়।
এক পর্যায়ে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে জেলা শহরে বাবার বাড়িতে চলে যায়। আজ মঙ্গলবার ওই গৃহবধূ নিজসরাইল গ্রামে তার স্বামীর বাড়িতে আসলে রুমেল মিয়া তাকে গালাগালি করে এবং আরও টাকা না দিলে ছবিগুলো দ্রুত ভাইরাল করার হুমকি দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিরা ব্ল্যাকমেইলিং করে ওই মহিলার পরিবারের কাছ থেকে টাকা আদায় করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

মাইনুদ্দীন রুবেল/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়