ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জে দুই গোষ্ঠীর ১০ বছরের বিরোধ সমাধান

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২০  
হবিগঞ্জে দুই গোষ্ঠীর ১০ বছরের বিরোধ সমাধান

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের আব্দুর রেজ্জাক ও জিতু মিয়ার গোষ্ঠীদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের রেষারেষির অবসান হলো।

হবিগঞ্জ সার্কেল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মাধ্যমে উভয়পক্ষের লোকজন কোলাকুলি করে হাসিমুখে বাড়ি ফিরে যান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল উল ইসলাম।

তিনি বলেন, কালনী গ্রামে একটা সময় ছিল যখন এরা কেউ কারো মুখ দেখলেই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিসহ বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতো। যার ফলশ্রুতিতে উভয়পক্ষের প্রায় ৮ থেকে ৯টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে আমিসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে উভয়পক্ষই তাদের ভুল স্বীকার করে এবং স্ব উদ্যোগে সকল মামলা তুলে নেয়ার অঙ্গীকার করে। উভয়পক্ষের লোকজন কোলাকুলি করে তাদের মধ্যে থাকা দীর্ঘ প্রায় ১০ বছরের জমানো ক্ষোভের অবসান করেন এবং সুখে দুঃখে একে অপরের পাশে থেকে চলার প্রতিশ্রুতি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল উল ইসলাম বলেন, চেষ্টা করি সমাজে শান্তি প্রতিষ্ঠার। এ লক্ষে একে  একে বড় বড় বিরোধ সমাধান করছি। বিরোধ নিষ্পত্তি করে মনে তৃপ্তি পাই। আব্দুর রেজ্জাক ও জিতু মিয়ার গোষ্ঠীদের মধ্যে বিরাজমান দীর্ঘ দিনের রেষারেষির অবসান করতে পেরেছি। অত্যন্ত ভাল লাগছে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়