ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিস্তায় ভাঙন বেড়েছে, বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৭:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২০
তিস্তায় ভাঙন বেড়েছে, বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

লালমনিরহাটে তিস্তা নদীর বাম তীরে ভাঙন আরো বেড়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে জেলার নিচু অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমন ক্ষেতে।

গত ঈদ উল আজহার আগে থেকে নদী ভাঙন শুরু হয়েছে। সেই থেকে প্রতিদিন ভাঙছে নদী। নদীগর্ভে চলে যাচ্ছে মানুষের মাথা গোজার ঠাই, সহায় সম্বল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিচু অনেক অঞ্চল। এতে ক্ষতির মুখে পড়ছে আমনের ক্ষেত। দু'দিনের বিরতির পর সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ফের ভারী বৃষ্টি হচ্ছে।

তিস্তার ভাঙনে সব থেকে ক্ষতির মুখে পড়েছে, তারমধ্যে রয়েছে- আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন, চন্ডিমাড়ী, গোবর্ধন, রজবটারি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, তিস্তার ভাঙন থামানোর জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ফারুক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়