ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খালে বাঁধ দিয়ে মাছ নিধন, জলাবদ্ধতায় আমনের ক্ষতি

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২০  
খালে বাঁধ দিয়ে মাছ নিধন, জলাবদ্ধতায় আমনের ক্ষতি

নেত্রকোনার পূর্বধলার কালিহর রাক্ষলখালী খালে অবৈধভাবে বাঁধ দেওয়াতে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের ব‌‌্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়,জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর রাক্ষলখালী খালে বাঁধ দেওয়ার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়েছে। এতে বাঁধের উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে তলিয়ে গেছে প্রায় ৫০ একর জমির আমন ধান।

ভুক্তভোগী কৃষকরা জানান, স্থানীয় কালিহর বৈরাগীপাড়া গ্রামের আব্দুল খালেক ওই খালে বাঁধ দিয়ে মাছ নিধন করছেন। এতে কৃষকের আমন ধান বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের উৎস্য ডিমওয়ালা মাছ, ছোট আকৃতির মাছ নিধন করা হচ্ছে। যার কারণে দেশীয় প্রজাতির পুঁটি, স্বরপুঁটি, শোল, টাকি, কৈ, শিং, পাবদা, ফলই, গুইতে, বাইন, টেংরা, কাকিলাসহ বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে।

ভুক্তভোগী কৃষক পানিশা গ্রামের হাবিবুর রহমান, ফিরোজ মিয়া, শফিকুল মুন্সীসহ একাধিক ব্যক্তি জানান, ফসল রক্ষায় বাঁধ অপসারণের দাবিতে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা কোনো প্রতিকার পাননি। এছাড়া,এর প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও আবেদন করেছেন বলে জানান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন জানান, গতকালও উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও মহোদয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই বাঁধটি অপসারণ করা হবে।

এ ব‌্যাপারে অভিযুক্ত আব্দুল খালেককে একাধিকবার মোবাইলে কল করেও তাকে পাওয়া যায়নি। 

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়