ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ঘর-বাড়ি, ফসল

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২০  
কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে ঘর-বাড়ি, ফসল

চতুর্থ দফা বন্যার পানি কমতে না কমতেই টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। সেতু পেয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করছে নদ-নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোর ঘর-বাড়িতে। তলিয়ে গেছে এসব এলাকার আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এ বছর পঞ্চম দফায় নদ-নদীর পানি বৃষ্টি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষজন। 

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক শামসুল হক জানান, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও বন্যা শুরু হয়েছে। কয়েক দফা রোপা আমন নষ্ট হয়ে যাওয়ায় পর আবারও তলিয়ে যাওয়ায় নতুন করে আর আমন লাগানো সম্ভব হবে না। এতো বেশি বন্যা হলে আমন মৌসুমে আবাদ করা ছেড়ে দিতে হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উজানে ও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামীকাল থেকে পানি কমতে শুরু করবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।

বাদশাহ্ সৈকত/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়