ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২০  
সাভারে অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভারের হেমায়েতপুরে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে চার ফার্মেসিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকেলে উপজেলার হেমায়েতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন। 

এসময় আল মদিনা ফার্মেসির মালিক জয়নালকে ১ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসির মালিক মহিউদ্দিন শেখ আসলামকে ২ লাখ টাকা, সোহেল মেডিসিন কর্নারের মালিক এস এম কামরুজ্জামানকে ৫০ হাজার টাকা এবং আয়েশা মেডিকেল হলের ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ফার্মেসি থেকে জব্দ করা প্রায় ১ লাখ টাকা মূল্যের ওষুধ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

আরিফুল ইসলাম সাব্বির/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়