ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২০  
পঞ্চগড়ে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

টানা বৃষ্টিতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

কয়েক দিনের টানা বৃষ্টিতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে আমন ধান ও সবজির খেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ১৭ হাজার ৮৮৮ জন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে এসব এলাকায় লাউ এবং শিমের আবাদ বেশি হয়েছে। বেশিরভাগ খেত এখন পানির নিচে।

সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকার শিম চাষি ওমর ফারুক বলেন, ‘দুই বিঘা জমিতে শিম চাষ করেছি। শিম ভালোই ধরছিল। ৭০ টাকা কেজি দরে অল্প কিছু শিম বিক্রিও করেছি। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে সব শেষ। এখন ফুল ঝড়ে যাচ্ছে।’

হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকার লাউ চাষি মজিবর রহমান বলেন, ‘এক দিন পর পর ১৫০ থেকে ২০০ পিস লাউ বিক্রি করতাম। খেতে পানি জমে থাকায় এখন লাউয়ের ফলন নেই। গাছও নষ্ট হয়ে যাচ্ছে।’

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ বলেন, ‘এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।’

পঞ্চগড়/নাঈম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়