ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ১৭ পরিবারকে জিম্মি: গ্রেপ্তার হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২৩:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২০
সিদ্ধিরগঞ্জে ১৭ পরিবারকে জিম্মি: গ্রেপ্তার হয়নি কেউ

সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট এলাকায় ১৭টি পরিবারকে ১৫ লাখ টাকা চাঁদা দাবিতে ১৩ ঘণ্টা জিম্মি রাখার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্মি থাকা পরিবারের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ এ ঘটনা তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। এ কারণে এক পক্ষ তাদের জিম্মি করেছে। ঘটনার মূল কারণ উদঘাটন করতে আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুই পক্ষকে সিদ্ধিরগঞ্জ থানায় বসার কথা রয়ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত নয়টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক রাইজিংবিডিকে জানান, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছে। তারা দুইপক্ষ জব্বার মিয়া ও মাসুম রানার পরিবার একই সঙ্গে এখানে বাড়ি করে। দুই পক্ষেরই অভিযোগ বাড়ি নির্মাণ করার সময় কেউ জমি ছাড়েনি। এ বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এ কারণেই এ ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনাটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। তাদের জমি নিয়ে বিরোধের বিষয় আছে এ কারণে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুই পক্ষকে এ ঘটনার মূল কারণ উদঘাটন করতে সিদ্ধিরগঞ্জ থানায় সবার কথা বলা হয়েছে। জিম্মি থাকা পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

জিম্মি থাকা পরিবার অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যাবস্থা নেবে বলে জানান পুলিশ সুপার জায়েদুল আলম। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট এলাকায় ১৭টি পরিবারকে ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে বড়ির কলাপসবল গেইটে তালা দিয়ে ও দেয়াল নির্মাণ করে প্রায় ১৩ ঘণ্টা জিম্মি করে রেখেছিল স্থানীয় থানা আওয়ামী লীগ নেতার ছেলে মাসুম রানা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়