ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাবনা-৪ উপনির্বাচন: ভোট বাতিলের দাবি বিএনপি প্রার্থীর

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২০
পাবনা-৪ উপনির্বাচন: ভোট বাতিলের দাবি বিএনপি প্রার্থীর

নানা অনিয়মের অভিযোগ তুলে পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইশ্বরদীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে  তিনি এ দাবি জানান।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের সব উপকরণ শুক্রবার বিকেলে ভোট কেন্দ্রে পাঠানো হলেও ব্যালট পেপার আজ সকালে পাঠানো হয়। এ কারণে ভোট শুরু এক ঘণ্টা পিছিয়ে দিয়ে শেষে এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়