ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা-না.গঞ্জ রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২০  
ঢাকা-না.গঞ্জ রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ থাকার ছয় ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে রেলওয়ের উদ্ধারকারী দল নারায়ণগঞ্জে গিয়ে বগি উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করার পর বিকেল ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। রেলওয়ের নারায়ণগঞ্জের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় লোকাল ২১৫ নম্বর ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অপর একটি ট্রেনের চারটির বগির আটটি চাকা লাইনচ্যুত হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে।
 

রাকিব/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়