ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানিকগঞ্জে নদ নদীর পানি বেড়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২০
মানিকগঞ্জে নদ নদীর পানি বেড়েছে

মানিকগঞ্জে যমুনা, কালীগঙ্গা ও ধলেশ্বরীর নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে।  এতে করে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ নদ নদীতেও পানি বাড়ছে।

উজানের পানির ঢল ও অতিবৃষ্টি এই পানি বাড়ার কারণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে শিবালয় উপজেলার যমুনা আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো.ফারুক হোসেন জানান, এ পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা ধরা হয়ে থাকে।  আরিচা যমুনা পয়েন্টের ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  তবে গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার  বেড়েছে।

সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লী পয়েন্টের গেজ রিডার দেলোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে পানি ২ সেন্টিমিটার বেড়েছে।  গত এক সপ্তাহ যাবৎ এ পয়েন্টে একটু একটু করে পানি বাড়ছে।  এ পয়েন্টে ৮ দশমিক ৯৯ সেন্টিমিটারকে বিপৎসীমা ধরা হয়ে থাকে।  তবে আজ সকাল ৯ টা পর্যন্ত এ পয়েন্টে ৭ দশমিক ৫৮ সেন্টিমিটার হিসেবে পানি প্রবাহিত হচ্ছে।

ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গেজ রিডার মো রফিকুল ইসলাম জানান, এ পয়েন্টে ৮ দশমিক ৩৮ সেন্টিমিটারকে বিপৎসীমা হিসেবে ধরা হয়ে থাকে।  এ পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ২৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সদর উপজেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গেজ রিডার মো.বদর উদ্দিন জানান, এ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে।  এ পয়েন্টে ৮ দশমিক ২৩ সেন্টিমিটারকে বিপৎসীমা হিসেবে ধরা হয়ে থাকে।  গত কয়েকদিনের পানি বাড়ার ফলে এ পয়েন্টে পানি ৬ দশমিক ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, উজানের পানির ঢল ও উরাঞ্চলের নদ নদীতে পানি বাড়ার ফলে যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি বাড়ছে। 

তবে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

চন্দন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়