ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে ২৬৭ মিলিমিটার বৃষ্টি, পানিবন্দি হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
রংপুরে ২৬৭ মিলিমিটার বৃষ্টি, পানিবন্দি হাজারো মানুষ

রংপুরে গত ২৪ ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। নগরীর অনেক সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় রংপুরে দেশের সর্বোচ্চ ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর নিচু এলাকার বেশির ভাগ সড়ক ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। পাড়া মহল্লায় কোমর পর্যন্ত পানি জমে গেছে। নগরের ১৬টি বস্তিতে পানি জমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে।

রংপুরের মুন্সীপাড়া এলাকার রতন মিয়া বলেন, ‘শনিবার রাত ১০টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালেও বৃষ্টি হয়।’ 
কামালগাছনা এলাকা থেকে মনিরা বেগম বলেন, ‘রাত ১১টা থেকে বিদ্যুৎ  নেই। এতো বৃষ্টি আগে দেখিনি। বৃষ্টির কারণে আমার ঘরে হাটু সমান পানি জমেছে। চুলায় পানি। সকালে রান্না করতে পারিনি।’

নগরীর চিকলি বিল ও কুকরুল বিলসহ পুকুরের পানি বেড়ে মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। 

রংপুর/নজরুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়